বর্ষার প্রাক্কালেই ভাগীরথীর ভাঙনে আতঙ্কিত নদীয়ার শান্তিপুর এলাকার বাসিন্দারা

28th June 2020 11:12 am অনান‍্য
বর্ষার প্রাক্কালেই ভাগীরথীর ভাঙনে আতঙ্কিত নদীয়ার শান্তিপুর এলাকার বাসিন্দারা


বিশেষ সংবাদদাতা ( নদীয়া ) : বর্ষা শুরু প্রাক্কালেই নদী ভাঙনে আতঙ্ক ছড়ালো নদীয়ার শান্তিপুর এলাকায় । ভাগীরথী তীরবর্তী বেশ কিছু জমি ইতিমধ‍্যেই বিলীন হয়েছে নদীগর্ভে । আতঙ্ক গ্ৰাস করেছে নদী পাড়ের বাসিন্দাদের মধ‍্যে । সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় অস্থায়ী ভাবে ভাঙন রোধে কাজ শুরু হয়েছে প্রশাসনের উদ‍্যোগে । নৌকা করে বালির বস্তা নিয়ে এসে আপ্রাণ চেষ্টা চলছে ভাঙন যতটা সম্ভব রোধ করা যায় । জানা গেছে , গতকাল রাত থেকে শুরু হয়েছে ভাঙন ভাগীরথী তে । সারারাত ভাঙনের জেরে সকাল থেকে দুশ্চিন্তা শুরু হয়েছে । ইতিমধ‍্যেই প্রশাসনিক কর্তারাও পরিদর্শন করেছেন ভাঙন কবলিত এলাকায় । কিভাবে ভাঙন রোধ করা যায় তা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে । ভরা বর্ষায় কি হবে ? তা নিয়ে ই ভীত এলাকার মানুষ ।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।